পয়লা বৈশাখ
- Poem
- Apr 12, 2013
- 1 min read

পয়লা বৈশাখ, ঝড় বাতাস, বৃষ্টি জানালা দিয়ে তাকিয়ে দেখি হারিয়ে গেছি আমি বাগানের ছোট্ট ফুলটা ঝরে গেলো কচি - কচি দল গুলি লুটিয়ে গেছে ধারায় নাভীন পাতাগুলি প্রায় জীর্ণশির্ণকে. তবুও সে মরেনি এক ফোটা জলের আশায় লুটিয়ে আছেই ধুলায় ঝড় বাতাস , বৃষ্টি জানালা দিয়ে তাকিয়ে দেখি হারিয়ে গেছি আমি চমকে উঠি
হারিয়ে যেয়োনা ছোট্ট ফুল চোখ মেলে দেখো আমার সাথী হাও একটি শুকনো ডালি গিনেথের দেব ধারার বুকে তোমার সাবুযে লতার অঞ্চল জড়িয়ে দেব তার দেহে ভোরের আকাশ যখন লালিমা ছাড়াই এক ফোটা শিশির করিবে তোমার প্রাণ সঞ্চয় হারিয়ে যেয়োনা ছোট্ট ফুল চোখ মেলে দেখো পয়লা বৈশাখ, ঝার বাতাশ, বৃষ্টি হঠাৎ জানালা দিয়ে তাকিয়ে দেখি হারিয়ে গেছি আমি |
Commentaires