top of page

নদির ধারের বাগানটি

  • mypoemsandstories
  • Feb 4, 2017
  • 1 min read

ছটো বেলা থেকে নানান রকোমের অনেক গল্পো সুনে বর হোয়েছি | কিন্ত ভুতের গল্পের নাম সুনলেই গা টা কেমন জেনো শিউরে ওঠে, তাইনা? সব গল্পো বা উপোন্য়াসেই পোরেছি যে গল্পো সোনাবার অধিকারটা দাদু-ঠাকুমারাই নিয়ে রেখেছেন, কিন্ত অমার বেলায় সাবকিছুই যেনো অন্য়ো রকোম | আমার দুনিয়াটা অন্য়ো ধরোনের ছিলো| ঠিক যেন স্বপনের মতো| লাল মাটির ছোট্টো রাস্তা, রাস্তা টা সেশ হোতো স্কুল ঘরের গা বেয়ে উঠে যাওয়া লতানো গাছটির পায়ে | আমার বারিটা ছিলো ঠিক লাল মাটির রাস্তার বুকে | যানালা দিয়ে তাকালেই যেনো রংয়ের সমারহো | রাস্তার দুধারে কৃস্নোচুরা গাছের সারি | আর ও এক ধরোনের গাছ ছিলো, নামটা ঠিক মোনে পোরছে না, ওতে হলুদ রংগের গুচ্ছো-গুচ্ছো ফুল ফুটতো | লাল কৃস্নোচুরা আর হলুদ ফুলের ডাল গুলো হাওয়ায় দুলে উঠলেই সব ফুল গুলো পাতার মাতোন ঝোরে-ঝোরে পোরতো মাটির বুকে | অদ্ভুত সৌন্দোর্যো, ঠিক যেমোন হলুদ লাল পাড়ে সারি পোরে, খুব সুন্দর হোয়ে ওঠে মেয়েদের যৌবনতা |

 
 
 

Comments


Featured Posts
Recent Posts
bottom of page